Logo Logo

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান


Splash Image

ছবি:প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে প্রেমিক তারেক মৃধার (২৫) বাড়িতে গিয়ে অবস্থান নেন মোসা. জান্নাতি ওরফে সারা মনি (২০)। তিনি উপজেলার চিংগড়িয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে এবং সদ্য ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এইচএসসি পাস করেছেন।

তরুণীর অভিযোগ, দেড় বছর আগে বৈশাখী মেলায় পরিচয়ের মাধ্যমে তারেকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে যান এবং রাত্রিযাপন করেন। কিন্তু সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তারেক তা অস্বীকার করে এবং তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার পর তারেকের মা তাকে টেনে-হিঁচড়ে বের করে দিয়ে ঘরে তালা মেরে অন্যত্র চলে যান। পরে তিনি পুনরায় ফিরে গিয়ে সেখানে অবস্থান নেন।

এ বিষয়ে তারেক মৃধার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ফারুক মৃধা বলেন, “আমার ছেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...