বিজ্ঞাপন
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের পিপিএফটি টার্মিনাল ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল, এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন।
সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
সভায় পায়রা বন্দরের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, অপারেশনাল কার্যক্রম, উন্নয়ন সম্ভাবনা এবং অংশীজনদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেন,
“পায়রা বন্দরকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় অংশীজনদের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় অংশগ্রহণকারীরা পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ রক্ষা বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীদের সক্রিয়তা নিয়ে আশাবাদ
সভা শেষে পায়রা বন্দর কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে যে, স্থানীয় অংশীজনদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে পায়রা বন্দরকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।
-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...