Logo Logo

ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার: পুলিশের বক্তব্যে রহস্যজনক নীরবতা


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. মোস্তফা খালেদ (৩০) নামে এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।


বিজ্ঞাপন


তিনি চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্টগ্রামের জেলার মৃত আব্দুল গফুরের ছেলে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে হকার্স মার্কেটে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে যথাযথ তথ্য না দেওয়ার প্রবণতা উদ্বেগজনক। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান, তবে পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে জানান, বিষয়টি বেগমগঞ্জ থানার ওসির সাথে আলোচনা করতে। যদিও তিনি আরও জানান যে, অভিযুক্ত কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...