Logo Logo

নোয়াখালীতে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে ‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ কর্মসূচি


Splash Image

ছবি-ভাতের পাতে স্বস্তি ফেরাও’ কর্মসূচি

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’—এই স্লোগানকে সামনে রেখে ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’—এই স্লোগানকে সামনে রেখে ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিক্ষোভে বক্তৃতা দেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, এবং এসএইচবিও-এর প্রকল্প সমন্বয়ক আরাফাত হোসেনসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশে বর্তমানে ধানের ভরা মৌসুম চললেও চালের দাম অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এতে সাধারণ মানুষ খাদ্যসংকটে পড়েছে। লাগাতার মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। তারা অভিযোগ করেন, সম্প্রতি দেশে আমন ও বোরো ধানের উৎপাদন ভালো হলেও কৃষক তার ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে কিছু সিন্ডিকেট চক্র কৃষিপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা করছে।

বক্তারা অবিলম্বে কৃষি সংস্কার কমিশন গঠন এবং সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...