Logo Logo

ভালুকায়

গাঁজা-হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল চোর আটক


Splash Image

ময়মনসিংহের ভালুকায় গাঁজা ও হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ধামশুর নজরের মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


আটকের সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ধামশুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে উজ্জ্বল এবং ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদের ছেলে রবি।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, একই দিন উপজেলার থানার মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চোর মো. কাজল মিয়া (৩০) কে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোনাপাড়া গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...