Logo Logo

মারা যাওয়ার ১২০ দিন পর মৃত ব্যক্তির নামে মামলা


Splash Image

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এক মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার চার মাস আগে ওই ব্যক্তি মারা গেছেন। অবশ্য আন্দোলনের সময় ওই ব্যক্তি জীবিত ছিলেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


মামলায় ৫৫ নম্বর আসামি করা হয়েছে মৃত রোকন ফারুকীকে (৩৫)। তিনি উপজেলার সগুনা ইউনিয়নের হিমনগর গ্রামের মৃত আজিজ ফারুকীর ছেলে।

রোকন ফারুকী সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিল। মৃত ব্যক্তিকে আসামি করায় তার পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মোঃ শাহিন বাবু বাদী হয়ে শনিবার (১৯ জুলাই ) তাড়াশ থানায় মামলাটি করেন।

মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২০-১৫০ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়েছে, ৪ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার খালকুলা এলাকায় কর্মসূচিতে অংশগ্রহণের সময় শাহিন বাবু এই হামলার শিকার হন।

মৃত আসামির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোকন ফারুকী চার মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান।

রোকন ফারুকীর মা বলেন, আমার ছেলে আওয়ামী লীগ করতো। তাই বলে মারা যাওয়ার পরও আসামি হবেন। এতে আমরা পরিবারের সদস্যরা অনেক কষ্ট পেয়েছি।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, মামলার বাদী পরে এসে মৃত ব্যক্তি নাম বাদ দিয়ে ঠিক করে দিয়েছেন।

-মোঃ ফরহাদ হোসেন, তাড়াশ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...