Logo Logo

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত


Splash Image

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের (২২ জুলাই ২০২৫) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার রাতের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

মাহফুজ আলম এক পোস্টে উল্লেখ করেন, শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা শেষে মঙ্গলবারের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান দুর্ঘটনায় হতাহতের কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে স্থগিতের খবর জানান।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...