Logo Logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে


Splash Image

প্রতীকী ছবি।

উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির মতে, এই লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে রূপ নিতে পারে।


বিজ্ঞাপন


বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিডব্লিউওটি জানায়, উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে ওই এলাকাজুড়ে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে, দেশের অভ্যন্তরে বৃষ্টিবাহী মেঘ ঢুকতে পারছে না। মেঘগুলো মূলত লঘুচাপের আশপাশে আটকে থাকছে, যার প্রভাবে দেশে মেঘের উপস্থিতি কম এবং তীব্র রোদ দেখা যাচ্ছে।

তবে সংস্থাটি আশা প্রকাশ করেছে, আজ (বুধবার) রাতেই দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে। বিশেষ করে লঘুচাপের উত্তর দিকে অবস্থান করা অক্ষরেখা এবং দক্ষিণ চীন সাগর থেকে আসা একটি পালসের সম্মিলিত প্রভাবে এই বৃষ্টিপাত শুরু হতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন দিনের মধ্যেই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নিতে পারে। এতে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে।

আবহাওয়াবিদরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং পরবর্তী আপডেটের জন্য বিশ্বস্ত আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুসরণ করতে বলেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...