ছবি-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানা পুলিশের একটি দল রাতে স্কয়ার মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হাজীবাড়ি মোড় এলাকায় একদল ডাকাত একটি পিকআপে করে সমবেত হয়ে রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৩), এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. আনসার আলীর ছেলে মো. ফারুক মিয়া (২১)।
এসময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ (রেজি নং- দিনাজপুর-ন-১১-০২৫২), একটি ধারালো দা, একটি করাত, একটি কাটার, একটি লোহার পাইপ, দুটি চায়না টর্চ লাইট, একটি হেস্কো ব্লেড, একটি লোহার লিবার এবং একটি গ্রিন্ডিং মেশিন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তারা গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মালামাল লুট করতো।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
-সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...