বিজ্ঞাপন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নং কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এক ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে। ২৮ জুলাই, ২০২৫ তারিখে, দুপুর ১২টার দিকে বড় ভাই জুয়েল হোসেন তার ছোট ভাই নুরুজ্জামান (৪২)কে ছুরিকাঘাত করে হত্যা করে। স্থানীয়রা জানায়, নুরুজ্জামান তার পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করতে আসলে, তার বড় ভাই জুয়েলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে, ক্ষিপ্ত হয়ে জুয়েল তার ভাইয়ের পেটে ছুরিকাঘাত করে।
ঘটনার পর গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে পথিমধ্যে ভৈরবা নামক স্থানে তিনি মারা যান।
এ ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এই হত্যাকাণ্ডের পর শোকাহত এবং আতঙ্কিত। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হত্যাকারী জুয়েলকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছে। মহেশপুর থানার তদন্ত ওসি সাজ্জাদুজ্জামান জানিয়েছেন, "আমরা দ্রুত হত্যাকারীকে আটক করার চেষ্টা করছি এবং লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।"
এ ঘটনার পর মহেশপুর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, এবং পুরো গ্রামে একটি ভীতিকর পরিবেশ বিরাজ করছে।
-মোঃইমামুল মহেশপুর উপজেলা প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...