Logo Logo

গোপালগঞ্জে অপরাধ দমনে জিরো টলারেন্স: ওসি সাজেদুর রহমানের দৃঢ় নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র


Splash Image

ছবি- ওসি সাজেদুর রহমান

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন


বিজ্ঞাপন


তার বলিষ্ঠ নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ন্যায়বিচার ও আইনের সুশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন—ওসি সাজেদুর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জ একটি শান্তিপূর্ণ, সুশাসনভিত্তিক ও নিরাপদ এলাকায় রূপান্তরিত হবে। তারা তার জন্য নিরন্তর শুভকামনা জানিয়েছেন।

বর্তমান সময়ের জাতীয় ও সামাজিক সংকটেও তিনি সুচারুভাবে দায়িত্ব পালন করে চলেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি চুরি, ডাকাতি, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় একাধিক ডাকাতির ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি ও তার অধীন পুলিশ সদস্যরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত টহলের মাধ্যমে পুলিশের দৃশ্যমান উপস্থিতি অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, “আগে অলিতে-গলিতে অপরাধীদের দৌরাত্ম্য থাকলেও এখন সেই পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। নিয়মিত পুলিশি টহলের ফলে অপরাধীরা আতঙ্কে আছে।”

অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান নিজেই বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করেছেন। তিনি বলেন, মাননীয় পুলিশ সুপার মহাদয়ের নির্দেশে আমি গোপালগঞ্জকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জবাসীর কাছে আমার আহ্বান থাকবে—যেকোনো ধরনের অপরাধ সম্পর্কিত তথ্য পুলিশকে জানান। তথ্য পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের আইনের আওতায় আনব। আপনারা সহযোগিতা করলে একদিন এই দেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তার নেতৃত্বে পরিচালিত একের পর এক মাদকবিরোধী অভিযানে বহু চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক ব্যাধির বিরুদ্ধেও তিনি সচেতন ও কার্যকর উদ্যোগ নিয়েছেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

গোপালগঞ্জ সদর থানার অধিবাসীরা মনে করেন, ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমানের মতো সাহসী, কর্মঠ ও নীতিবান পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি নিরাপদ সমাজ গঠন এখন আর স্বপ্ন নয়—বাস্তবতা।

-মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...