বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম প্রশিক্ষণ সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS-I)’ স্কিমের আওতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)’ এর অধীনে তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফরোজ শাহীন খসরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আটোয়ারী একাডেমিক সুপারভাইজার রেজাউল নবী রাজা, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিপন মো. হাবিবুর রহমান, মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহারুল হক, শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল এবং নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ভজনপুর ফখরুন্নেছা ফাযিল মাদরাসা থেকে ২০২২ সালের আলিম পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাদরাসাটির অভিভাবক তরিকুল ইসলাম।
স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাদের উৎসাহ দিতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এছাড়া পুরস্কারের অংশ হিসেবে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের প্রতিটি নির্বাচিত শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের প্রত্যেকে ২৫ হাজার টাকা করে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...