ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
এই মামলার অপর দুই আসামি হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক আইজিপি মামুন তাদের বিরুদ্ধেই আজ সাক্ষ্য দিতে হাজির হয়েছেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ শুরু হয়েছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে আজকের কার্যক্রম শুরু হয়। জানা গেছে, এই বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। সূচনা বক্তব্য শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ।
যদিও মামলাটির অভিযোগপত্রে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজেও অভিযুক্ত, তবে তিনি বর্তমানে রাষ্ট্রপক্ষের ‘রাজসাক্ষী’ হিসেবে বিবেচিত হচ্ছেন। তার এই সাক্ষ্য মামলার গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।
এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এই তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা যৌথভাবে প্রায় ১,৪০০ ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনা দেন। ট্রাইব্যুনাল এটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছে।
এ বিষয়ে পরবর্তী শুনানি ও সাক্ষ্যগ্রহণের দিনক্ষণ নির্ধারণ করা হবে আজকের কার্যক্রম শেষ হওয়ার পর।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...