Logo Logo

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা


Splash Image

সক্রিয় মৌসুমি বায়ুর তীব্র প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


বিজ্ঞাপন


রোববার (৩ আগস্ট) দুপুরে প্রকাশিত এক বিশেষ বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে রোববার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ আগামী বুধবার (৬ আগস্ট) পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার প্রতি ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার প্রতি ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এ সময় দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলজুড়ে ভারী বৃষ্টির ফলে নদীভাঙন, জলাবদ্ধতা ও নগরজুড়ে দুর্ভোগ তৈরির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি ঢলের আশঙ্কায় সিলেট ও পার্বত্য অঞ্চলের স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান মৌসুমি বায়ু স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠায় এমন আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। এর ফলে নিম্নাঞ্চল, নদী তীরবর্তী এলাকা ও শহরাঞ্চলে জলাবদ্ধতা বাড়তে পারে, যা জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট বিভাগগুলোকে নদী ও বন্যা পরিস্থিতির দিকে নজরদারি বাড়াতে এবং জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...