ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
কেউ জন্মেছেন, কেউ হারিয়ে গেছেন, আবার কোনো কোনো ঘটনা মানবজাতির জন্য হয়ে উঠেছে আশীর্বাদ কিংবা অভিশাপ। আসুন, এক নজরে দেখে নিই ৪ আগস্টের উল্লেখযোগ্য ঘটনাগুলো—
প্রাচীন ইতিহাসে ৯৫৪ সালে সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন। ১১৮৭ সালে বিখ্যাত হাত্তিনের যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে পরাজিত করে বায়তুল মোকাদ্দাস দখল করেন সালাহুদ্দিন আইয়ুবি। এই একই দিনে, ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করেন, যা পরবর্তীতে আমেরিকা আবিষ্কারের পথ তৈরি করে।
আধুনিক যুগে, ১৮২৭ সালে নিউ ইয়র্ক রাজ্যে দাসপ্রথা বিলুপ্ত হয়। ১৮৪৮ সালে কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস ‘কমিউনিস্ট ইশতেহার’ প্রকাশ করেন। ১৯০৪ সালে পানামা খালের খনন কাজ শুরু হয়, যা বাণিজ্যিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক।
১৯৪১ সালে নাৎসি বাহিনী পোল্যান্ডে প্রবেশ করে বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে। ১৯৪৭ সালে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়, যা ভারতের স্বাধীনতার দিকচিহ্ন হিসেবে বিবেচিত।
বাংলাদেশের প্রেক্ষাপটে, ১৯২০ সালে সিলেটে গঠিত হয় সিলেট জেলা খেলাফত কমিটি। ২০১৪ সালের এই দিনে ঘটে মর্মান্তিক একটি ঘটনা—পদ্মা নদীতে ‘পিনাক-৬’ লঞ্চ দুর্ঘটনায় প্রায় আড়াইশো যাত্রী নিখোঁজ বা নিহত হন। এছাড়া, ২০১৬ সালে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
এই দিনে জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তি—১৭৯২ সালে ইংরেজ কবি পার্সি বিশি শেলি, ১৯২৯ সালে কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমার এবং ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অপরদিকে, এই দিনেই প্রয়াত হয়েছেন হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন (১৮৭৫), বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস (১৯৩১), সাংবাদিক মোহাম্মদ ওয়ালিউল্লাহ (১৯৭৮) প্রমুখ।
এই ঘটনাগুলো কেবল ইতিহাস নয়—প্রত্যেকটি ঘটনা বর্তমানকে প্রভাবিত করেছে এবং ভবিষ্যতের পথনির্দেশ করেছে। ইতিহাসের এই দিনটি তাই যুগান্তকারী ও চিরস্মরণীয়।
-এমকে
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...