Logo Logo

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল


Splash Image

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে ‘গণমিছিল’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


গণমিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম এবং গোপালগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার। এতে জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শহরের কেন্দ্রীয় রাস্তাগুলো অতিক্রম করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। বক্তারা এই কর্মসূচিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর তাৎপর্য তুলে ধরে বলেন, “২০২৪ সালের এই দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণজাগরণের যে সূচনা হয়েছিল, তা আজও চলমান।”

তারা বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও ধর্মীয় শাসন প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াত জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলনকে কেন্দ্র করে ‘জুলাই গণঅভ্যুত্থান’ পরিভাষাটি আলোচনায় আসে। এই আন্দোলনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দলটি এবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার অংশ হিসেবে গোপালগঞ্জেও এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...