Logo Logo

কুয়াকাটা সৈকতে ঢেউয়ের তোড়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার


Splash Image

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হওয়ার সোয়া তিন ঘণ্টা পর মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক তরুণ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


বিজ্ঞাপন


বুধবার(৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামাদ খুলনার খালিশপুর এলাকার মো. আলীউল ইসলামের ছেলে।

জানা গেছে, খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে সোমবার রাতে কুয়াকাটায় আসেন সামাদ। তারা স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দলের পাঁচ সদস্য সৈকতে গোসলে নামেন। সামাদও পানিতে নামেন, তবে সাঁতার জানতেন না। একপর্যায়ে উঁচু ঢেউয়ের তোড়ে তিনি ভেসে যান। অন্যরা কোনোভাবে তীরে ফিরলেও সামাদ নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হারুন বলেন, ‘ছেলেটি পানিতে নেমে সাহায্যের জন্য হাত উঁচিয়ে চিৎকার করছিল। আমরা ছুটে যেতে যেতে সে ডুবে যায়।’

নিখোঁজের খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। পরে সৈকতে গোসলরত এক পর্যটকের পায়ে মরদেহটি স্পর্শ করলে ডুবুরি দলকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে তা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

-জাকারিয়া জাহিদ, পটুয়াখালী প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...