বিজ্ঞাপন
বুধবার (৬ আগস্ট) ভোররাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়া ক্যাম্প থেকে টহলরত সদস্যরা অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা সীমান্ত সংলগ্ন মায়াঘাসি এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযানে নামে। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা ২,৫৭২টি মোবাইল ডিসপ্লে এবং একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যসমূহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...