Logo Logo

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার


Splash Image

রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজিকান্দা এলাকায় যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ৩টার দিকে কাজিকান্দার বাসিন্দা মো. শফিকুর রহমানের বিল্ডিংয়ের পেছন থেকে পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথ টহলের সময় এসব অস্ত্র উদ্ধার হয়।

রাজবাড়ী সদর থানার জিডি নং-৩০২, তারিখ ০৭/০৮/২০২৫ অনুযায়ী জানা যায়, সদর থানার এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমান তার সঙ্গীয় ফোর্স ও সেনা সদস্যদের নিয়ে নিয়মিত মোবাইল ডিউটিতে ছিলেন। এ সময় তারা বিল্ডিংটির পেছনের দক্ষিণ কোনে প্রাচীরঘেঁষে পড়ে থাকা একটি সাদা শপিং ব্যাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে সেনা কর্মকর্তার সহযোগিতায় ব্যাগটি খোলা হয়।

ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়, যেটিতে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত ছিল। এছাড়াও একটি সবুজ রঙের ও একটি নীল রঙের কার্তুজ পাওয়া যায়।

এসআই মোস্তাফিজুর রহমান জানান, অস্ত্র ও গুলিগুলো ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

প্রতিবেদক - স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...