বিজ্ঞাপন
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশনের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা আমীর-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব।
জুলাই বিপ্লবকে “মাইলফলক” আখ্যা দিয়ে জেলা আমীর বলেন, “যদি জুলাইয়ে বিজয় না হতো, আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আমরা তো পালিয়ে বেরিয়েছি। জুলাইয়ে ছাত্র-জনতা স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছে—এটি একটি ঐতিহাসিক ঘটনা।”
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “সরকার এখনো শহীদদের সঠিক সংখ্যা বের করতে পারেনি।” জুলাই ঘোষণাপত্রের ২৮ দফা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এ ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। এখানে ৪৭ অনুপস্থিত, পিলখানা অনুপস্থিত, ২৮ অক্টোবর অনুপস্থিত। তাই ঘোষণাপত্র সংশোধন করে প্রকাশ করতে হবে।”
রাষ্ট্র পরিচালনায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে তিনি পুলিশি নির্যাতনের কথাও তুলে ধরেন। তার ভাষায়, “জুলাই বিপ্লবে পুলিশ বলেছিল—স্যার, ‘গুলি করি মরে একটা, বাকিগুলো যায় না।’ হাসিনা হলো শতাব্দীর সেরা খুনি।”
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। জেলার সাতটি উপজেলার আমীর ও সেক্রেটারিগণ এতে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক - নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...