বিজ্ঞাপন
খবর পেয়ে সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান
রাত ১২টার দিকে সেবারহাটের একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকান, মেশিনারিজ সামগ্রীসহ কমপক্ষে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা বলে দাবি করেছেন। তবে সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন জানান, প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি টাকা হতে পারে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...