বিজ্ঞাপন
মাগুরা শহরের ভায়না পৌর কবরস্থানে চুরি হয়েছে ৯২টি মূল্যবান লাইট। লাইটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় কবরস্থান কমিটির পক্ষ থেকে মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, চুরির ঘটনা গত শুক্রবার গোরস্তান কমিটির নজরে আসে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পৌর কবরস্থানের খাদেম আবু বক্কার জানান, গত দুই দিনের মধ্যে এ ঘটনা ঘটে। প্রথম দিন কয়েকটি লাইট খুলে নেওয়া হলে ধারণা করা হয়েছিল, মেরামতের জন্য ঠিকাদারের লোক এগুলো নিয়ে গেছে। কিন্তু পরের রাতেই সবগুলো লাইট খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিটি লাইটের গোড়া থেকে মূল অংশ খুলে নেওয়া হয়েছে এবং ইলেকট্রিক তার সযত্নে টেপ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা খোকন চোপদার বলেন, “ঠিকাদারের লোক সেজে দিনের বেলা কেউ খুলে নিয়ে গেছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কবরস্থানে কোনো সিসি ক্যামেরা নেই।”
আরেক স্থানীয় আশরাফ বলেন, “কবরস্থানের মতো পবিত্র জায়গায় লাইট চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি।”
মাগুরা পৌরসভার ইঞ্জিনিয়ার মো. আহসান বারী জানান, প্রতিটি লাইটের মূল্য প্রায় তিন হাজার টাকা। চুরির ঘটনায় গোরস্তান কমিটি পৌরসভা ও থানায় অভিযোগ দিয়েছে। নিরাপত্তার স্বার্থে ইলেকট্রিক তারে টেপ পেচানো হয়েছে এবং মেইন সুইচ বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
-মোঃ রাজিব হোসেন বিশেষ প্রতিনিধি মাগুরা
জনপ্রিয়
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...