Logo Logo

নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মো. শাকিল (২৭) নামে এক যুবলীগ নেতার বসতঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোশকপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের তিন নেতাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে শাকিল গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে শাকিলের বাড়ির কাছে অবস্থান নেন। একপর্যায়ে তারা শাকিলকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। সংঘর্ষে শাকিলের আঘাতে যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুল আহত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে রাত পৌনে ৮টার দিকে নাজমুল মিহিরের অনুসারী মো. রুবেল (৩০), মো. রায়হান (২৮), মো. রাশেদ (২০), সালাম (২৬)সহ ১০-১৫ জন শাকিলের বসতঘরে হামলা চালান। সেখানে শাকিলকে না পেয়ে তারা ঘরভাঙচুর করে এলোপাতাড়ি কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

ফায়ার সার্ভিসে খবর দিলে চৌমুহনী স্টেশন থেকে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই পুরো বসতঘর আগুনে পুড়ে যায়।

আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, “দীর্ঘদিন আমাদের ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তারা দেখছে। আমি এ বিষয়ে কিছু বলব না।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রতিপক্ষের দুজনও আহত হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে গুলি ছোড়ার কোনো আলামত পাওয়া যায়নি। যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ দিতে বলা হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...