Logo Logo

বেগমগঞ্জে ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, নগদ টাকা ও ভুয়া কাগজপত্র জব্দ


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ১২ হাজার ৪শ টাকা, ভুয়া পরিচয়পত্র ও বিভিন্ন জাল সার্টিফিকেট জব্দ করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১৬ আগস্ট) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াসিন নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। তিনি জানান, ঢাকায় কর্মরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগের ব্যবস্থা করতে পারবেন। এ সময় মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত ছবি দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। পরে চাকরির প্রলোভন দেখিয়ে আরিফের খালাতো ভাই মিরাজের মাধ্যমে দুই ধাপে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়াও মোট ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...