বিজ্ঞাপন
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় বক্তব্য রাখেন শ্রমিক সমন্বয়ক রবিউল আলম, শ্রমিক সর্দার মো. সুমনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা।
বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালের বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ, কাজের সময় ও পরিমাণ সুনির্দিষ্ট করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মৌসুমি শ্রমিক ব্যবহারের পরিবর্তে সারাবছর কর্মসংস্থান নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের জন্য সমান মজুরি নির্ধারণ।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাই তাদের ৯ দফা দাবি দ্রুত পূরণে কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...