বিজ্ঞাপন
সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোরের কোতোয়ালী থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—রাজবাড়ি জেলার সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রাম গ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুইজনকে আটক করে তাদের প্যান্টের পকেট তল্লাশি করা হলে বিশেষ কায়দায় লুকানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৮৩১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত বাহাত্তর টাকা (১,২২,২৫,৬৭২ টাকা)। এছাড়া তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল আটককরণে বিজিবি সক্রিয় রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিবেদক - জাকির হোসেন, যশোর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...