Logo Logo

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


Splash Image

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি আগামীকাল বুধবার সকাল নাগাদ দক্ষিন ওড়িশ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীসহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানিয়েছেন, “সকল মাছধরা ট্রলারের বেশীরভাগই নিরাপদে আশ্রয় নিয়েছে। বাকি ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

এদিকে, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিস ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সর্তক অবস্থান নিয়েছে।

প্রতিকেবদক - জাকারিয়া জাহিদ, কলাপাড়া, পটুয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...