Logo Logo

অবৈধ বালু উত্তোলনের দ্বায়ে মনোহরদীতে ১ লাখ টাকা জরিমানা


Splash Image

নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দ্বায়ে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ সজিব মিয়া।


বিজ্ঞাপন


মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সময় হরিনারায়ণপুর গ্রামের আবুল হাসেম এর ছেলে ফরিদ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১,০০,০০০/- টাকা জরিমানা আনাদায়ে ৩ মাস জেল প্রদান এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ বাজেয়াপ্ত করা হয় । এ সময় তিনি ভবিষ্যতে এমন অপকর্মে লিপ্ত হবেন না মর্মে মুচলেকা দেন ও ১,০০,০০০/- টাকা জরিমানা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সজিব মিয়া জানান,জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...