প্রতীকী ছবি
বিজ্ঞাপন
সাংবাদিকতার মূল উদ্দেশ্য হলো সমাজের সামনে সত্যকে তুলে ধরা। কিন্তু বর্তমান সময়ে সেই সত্য প্রকাশ করাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদ প্রকাশের স্বাধীনতা থাকলেও নানা প্রতিকূলতা সাংবাদিকদের পথকে কণ্টকাকীর্ণ করে তুলছে।
সত্য প্রকাশ করলে প্রায়ই প্রভাবশালী মহলের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়।
এতে পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে। অনুসন্ধানী রিপোর্ট তৈরি করতে গিয়ে অনেক সাংবাদিককে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি অনেক সময় তাদের পরিবারও সামাজিক চাপের সম্মুখীন হয়, যা সাংবাদিকদের মানসিকভাবেও বিপর্যস্ত করে তোলে।
সব প্রতিকূলতার মাঝেও সাহসী সাংবাদিকরা অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও সত্য প্রকাশে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়, আনোয়ার নামে আরেক সাংবাদিকের মাথা থেঁতলে দেওয়া হয়। গত শুক্রবার নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সাহার মরদেহ। এভাবেই মনোহরদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার ঘটনা ঘটছে।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতা স্বীকৃত হলেও, দুর্নীতির বিরুদ্ধে লিখলেই সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন। তবে সম্প্রতি তথ্য মন্ত্রণালয় সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ অনুমোদন করায় অনেক সাংবাদিক কিছুটা স্বস্তি পেয়েছেন। আশা করা যায়, এ আইন বাস্তবায়ন হলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস কমে বাংলাদেশ একটি সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...