Logo Logo

কুয়াকাটায় ডাকাত চক্রের তাণ্ডব, তিন পরিবার নিঃস্ব


Splash Image

পটুয়াখালীর মহিপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন সহ তিন বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) মধ্য রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুরস্থ বাসায় এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


এসময় ডাকাতচক্রটি স্বেচ্ছাসেবকদল নেতা মিলনের বাসা থেকে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। একই রাতে পূর্ব আলীপুর আবুল হোসেন খান ও মহিউদ্দিনের বাসায় ডাকাতরা হানা দিয়েছে। এসময় আবুল হোসেন খানের বাসায় ছয় আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকা এবং মহিউদ্দিনের বাসা থেকে আট আনা ওজনের স্বর্ণালংকার ২৫’শ টাকা নিয়ে গেছে।

আতিকুর রহমান মিলন জানিয়েছেন, তিনি স্বপরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার বাসায় কেউ ছিলো না। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করেছে। অপরদিকে আবুল হোসেন খানের বাসায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতি করেছে। মহিউদ্দিনের বাসায় সিঁধ কেটে ঢুকে পরিবারের সকলকে বেঁধে রেখেছে। তবে কাউকে মারধর করেনি।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...