Logo Logo

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম


Splash Image

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বালু ব্যবসায়ী নুর ইসলাম। থানায় অভিযোগ করার পর রাতের আঁধারে কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।


বিজ্ঞাপন


মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক বালু ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন নুর ইসলাম নামে এক ব্যবসায়ী। তিনি উপজেলার খাড়াকান্দি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নদীর পাড়ে বালু ও ইটের ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট নুর ইসলামের বালুর গোদি থেকে কতিপয় দুর্বৃত্ত ইট চুরি করে নিয়ে যায়। পরের দিন ২৫ আগস্ট রাতে ওই সন্ত্রাসীরা গদি ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গোদি সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় নুর ইসলাম শিবচর থানায় অভিযোগ দায়ের করেন।

এর জেরে ক্ষুব্ধ হয়ে একই গ্রামের মিরাজ মুন্সী, জাবেদ মুন্সী, ইমদাদ মাদবর, মিন্টু মাদবরসহ কয়েকজন অভিযুক্ত গতকাল (২৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে নুর ইসলামকে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আহতের পরিবার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের আমলে এসেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

-মাদারীপুর প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...