Logo Logo

তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠনে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ


Splash Image

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে কেবল সাময়িক সমাধান দিতে চায় না।


বিজ্ঞাপন


প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশের জন্য কার্যকর ও স্থায়ী সমাধান নিশ্চিত করাই আপিল বিভাগের লক্ষ্য, যাতে এই প্রক্রিয়া বারবার বিঘ্নিত না হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে।

বুধবার (২৭ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা চারটি পৃথক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই মন্তব্য করেছেন।

শুনানি সকাল সাড়ে ৯টার পর শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানি করছেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট চারটি আবেদনে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) প্রথম দিনের শুনানি শুরু হয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আরও বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ওপর সুদূরপ্রসারী প্রভাব রাখবে।

আপিল বিভাগের এ রিভিউ শুনানি চলমান থাকায় আগামীতে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় এর প্রভাব বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...