Logo Logo

প্রধান উপদেষ্টাকে কটুক্তি : নেত্রকোণায় হিসাবরক্ষণ অফিসের কর্মচারী স্ট্যান্ড রিলিজ


Splash Image

নেত্রকোনার মদন উপজেলা হিসাবরক্ষণ অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল আওয়ালকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করার অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ আহমেদ।

জানা গেছে, গত ৬ আগস্ট মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্যের একটি সংবাদ ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে কটুক্তি করেন আব্দুল আওয়াল। এ ঘটনায় স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৭ আগস্ট আওয়ালকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পরবর্তীতে বিভাগীয় দপ্তর থেকে ২০ আগস্ট তাকে স্ট্যান্ড রিলিজ করে একই জেলার দুর্গাপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসে বদলি করা হয়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা ফয়সাল, ইমরান ও মাসুম বলেন, “প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিরূপ মন্তব্য আমাদের জন্য অসম্মানজনক। অথচ তাকে শুধু একই জেলায় বদলি করা হয়েছে, যা লোক দেখানো শাস্তি। আমরা এ আদেশের নিন্দা জানাই এবং তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা দাবি করি।”

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে কটুক্তি করায় অভিযোগের ভিত্তিতে তাকে নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে বিভাগীয় দপ্তর তাকে স্ট্যান্ড রিলিজ করে দুর্গাপুরে বদলি করেছে।”

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কর্মকর্তা প্রণয় কুমার পাল বলেন, “মদনে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...