বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত এ নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে অবস্থিত হাসপাতালটির অপারেশন থিয়েটারে অচেতন রোগী থাকা অবস্থায় নার্স প্রিয়া টিকটক ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি।
ঘটনার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
হাসপাতালটির মালিক সেলিম বিষয়টি স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে নার্স প্রিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...