বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সঞ্চালনা করেন বিহারীপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোয়াজ্জেম হোসেন আনসারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
সভা পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মাদ্রাসা শিক্ষার বর্তমান অবস্থা, উন্নয়নের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচকরা বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মাওঃ মাহমুদুন্নবী তালুকদার, বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা।
বক্তৃতারা উপজেলার মাদ্রাসার অবকাঠামোগত সমস্যা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপবৃত্তি বিষয়ক দাবী উপস্থাপন করেন। এছাড়া ইবতেদীয়া ও সংযুক্ত ইবতেদীয়া মাদ্রাসাগুলোর জাতীয়করণ এবং কারিগরি শিক্ষা সম্প্রসারণের জন্য সচিবের কাছে বিশেষ অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, মাদ্রাসার বিভিন্ন অধ্যক্ষ ও প্রবীণ আলেমগণ।
সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের নীতিবান হওয়া প্রয়োজন। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান প্রধানদের ধন্যবাদ জানাই। যেসব মাদ্রাসা ভাল ফলাফল করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে আগামীতে উন্নতি করতে তাগিদ দেওয়া হবে।” তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা শুরু হওয়ার আগে যারা আলেম ও ওলামা হিসেবে ধর্ম প্রচার করতেন, তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করতেন।”
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম তার বক্তব্যে উপজেলার সমস্ত মাদ্রাসার সার্বিক চিত্র তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিতরা একমত হন যে, আধুনিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে মাদ্রাসা শিক্ষাকে গুণগতভাবে উন্নত করা এবং শিক্ষার্থীদের সামাজিক, নৈতিক ও প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ করা অত্যন্ত জরুরি।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...