Logo Logo

বেনাপোলে নিজ বাড়ির উঠানে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা


Splash Image

বেনাপোলে বিএনপি কর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান সর্দার (৪৩) নামের এক বিএনপি কর্মীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান সর্দার (৪৩) নামের এক বিএনপি কর্মীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রধান সংবাদ (Main News):

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান সর্দার (৪৩) নামের এক বিএনপি কর্মীকে কে বা কারা গরু কাটা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান সর্দার ওই গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে।

স্থানীয়রা জানান, মিজানুর বেনাপোল চেকপোস্ট এলাকায় একটি কসাইয়ের দোকানে কাজ করতেন। প্রতিদিন ভোরে কাজে বের হতেন তিনি। শুক্রবার সকালে তার মরদেহ বাড়ির গেটের ভেতর উঠানে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর দাবি, তার কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না; তিনি ছিলেন শান্ত স্বভাবের মানুষ।

নিহতের ভাই খায়রুল ইসলাম জানান, "রাত পৌনে তিনটার দিকে কে বা কারা ফোনে ডাক দিলে ভাই বাড়ি থেকে বের হন। তার সঙ্গে কাজের ছুরিও ছিল। কিছুক্ষণ পরেই দেখি গেটের ভেতরেই তাকে গলা কেটে হত্যা করে রেখে গেছে।"

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, "কে বা কারা কেন তাকে হত্যা করেছে—তা এখনই বলা সম্ভব নয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...