ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ল ডাকাত চক্রের ৬ সদস্য
বিজ্ঞাপন
দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই মোঃ নবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
অতুল চন্দ্র রায় (৩৮), পঞ্চগড় জেলার বোদা মাড়েয়া সর্দার পাড়া গ্রামের হরেন্দ্রনাথের ছেলে
আজিজুল (৫০), একই গ্রামের মুজিব উদ্দিনের ছেলে ও ভাঙারি ব্যবসায়ী
মোঃ মাজেদুর রহমান মাসুদ (৪০), দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খাজিম উদ্দিনের ছেলে
রফিকুল ইসলাম, দিনাজপুর কোতোয়ালী থানার রোস্তম আলীর ছেলে
মোঃ ইউনুস (৩৮), ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপুখুরী ইউনিয়নের পূর্বসুখানপুখুরী গ্রামের হাবিবুর রহমানের ছেলে
জসিম উদ্দিন (২৬), একই গ্রামের নূর ইসলামের ছেলে
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি ও চুরির মাধ্যমে বিদ্যুতের ট্রান্সফর্মার, পানির পাম্পসহ মূল্যবান সরঞ্জাম চুরি করে বিক্রি করছিল।
গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার গ্রেফতারকৃত আজিজুলের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মোঃ নবিউল ইসলাম জানান—
"গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিন জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...