আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার ফরিদ আটক
বিজ্ঞাপন
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে দুইটি বিদেশি জাতের গরু ছিনতাইয়ের ঘটনায় অবশেষে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৩ আগস্ট শিবচরের পাচ্চর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর শিবচর থানায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নির্দেশে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে এসআই রেজাউল করিম ও থানা পুলিশের একটি বিশেষ টিম গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল সর্দার ফরিদ ওরফে শামীম, সহযোগী ট্রাকচালক মোমিন ও নয়নকে গ্রেফতার করা হয়। ফরিদের দখল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
শিবচর সার্কেলের এএসপি মোঃ সালাহ উদ্দিন কাদের শুক্রবার (২৯ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে জানান—
"গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৫-২০টিরও বেশি ডাকাতির মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্র গড়ে তুলে সড়কে ডাকাতি ও গরু ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...