Logo Logo

হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

মোটরসাইকেল নিয়ে বিরোধে কুস্তি, প্রাণ গেল বড় ভাইয়ের


Splash Image

মোটরসাইকেল আটকানোকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই নিহত সুবর্ণচরে

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল আটকানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়ায় বড় ভাই তপন চন্দ্র মজুমদারের মৃত্যু হয়েছে। ঘটনার পর ছোট ভাই ডালিম চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল আটকানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়ায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই ডালিম চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ডালিমকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুমোদ মজুমদারের বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবক তপন চন্দ্র মজুমদার (৪২) চরবাটা গ্রামের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। গ্রেপ্তার ডালিম চন্দ্র মজুমদার (৪০) একই গ্রামের ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডালিম ও তপন চাচাতো-জেঠাতো ভাই। মঙ্গলবার গভীর রাতে তপন হঠাৎ ডালিমের মোটরসাইকেল আটকে হইচই শুরু করেন। এ সময় ডালিম তাকে শান্ত থাকতে বললে ঝগড়া বাঁধে। একপর্যায়ে তপন হাতে থাকা লোহার পাত দিয়ে ডালিমকে আঘাত করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে তারা গড়াগড়ি খেয়ে পাশের পুকুরে পড়ে যান।

এ সময় ডালিম চিৎকার করলে পাশে মাছ ধরতে থাকা মুনছুর তাকে উদ্ধার করেন। তবে তপন পানিতে তলিয়ে যান। রাত সোয়া ২টার দিকে স্থানীয়দের সহায়তায় তপনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতের ছোট ভাই শান্তি পদ মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ডালিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...