Logo Logo

মাদারগঞ্জে শিশুকে ধর্ষণ, র‍্যাবের হাতে ধর্ষক গ্রেপ্তার


Splash Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী শাহীন কুলি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গত ২৯ আগস্ট উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর চকপাড়া গ্রামের এক শিশুকে খেলার ছলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয় শাহীন। সেখানে অন্য দুই বান্ধবীর সাথে ওই শিশু ছিল। এক পর্যায়ে সাত বছরের এক শিশু পালিয়ে গেলেও পাঁচ বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মোতালেব মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এমন অভিযোগ এর আগেও শাহীনের বিরুদ্ধে উঠেছিল। প্রায় এক দশক আগে দশ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছিলেন।

ঘটনার পর থেকে শাহীন পলাতক থাকায় পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মাসকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয়দের দাবি, বারবার শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়ানো ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...