বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, ৭৫ বছর বয়সী মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) আটকে রেখে তার মোবাইল ফোন থেকে ছেলেকে কল করা হয়। এসময় তাকে হুমকি দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশি সহায়তায় রাতেই মন্নান শেখকে হোটেল থেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হলেও একজন পালিয়ে যায়।
অভিযুক্ত মেহেদী হাসান জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে অনার্সের বিষয় (সাবজেক্ট) পরিবর্তনের জন্য মন্নান শেখের কাছে বিশ হাজার টাকা ধার চান। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে এ ঘটনা ঘটান।
ঘটনায় অভিযুক্তরা হলেন— মম্বিপাড়া এলাকার হাসান (২২), মিশ্রীপাড়া এলাকার মেহেদী হাসান (২৮) ও কুয়াকাটা এলাকার মেশকাত (১৮)।
ভুক্তভোগী মন্নান শেখ অভিযোগ করেন, “পূর্বপরিকল্পিতভাবে আমাকে ডেকে হোটেলে নিয়ে যায়। সেখানে এক তরুণীসহ কক্ষে আটকে আমার ভিডিও ধারণ করে। আমার কাছে থাকা ৪২ হাজার টাকা নিয়ে নেয় তারা। পরে ছেলেকে ফোন করে তিন লাখ টাকা দাবি করে।”
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...