Logo Logo

ত্বক, চুল ও হৃদযন্ত্রের যত্নে জাম্বুরা কেন উপকারী

জাম্বুরা কেন খাবেন? জানুন এর দারুণ উপকারিতা


Splash Image

ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ—জাম্বুরার অসাধারণ উপকারিতা

জাম্বুরা ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন কমাতে সহায়তা করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে।


বিজ্ঞাপন


জাম্বুরা (Pomelo) এক ধরনের সাইট্রাস জাতীয় ফল। দেখতে অনেকটা বড় মাল্টার মতো হলেও স্বাদে টক-মিষ্টি আর হালকা কষযুক্ত। পুষ্টিগুণে ভরপুর এ ফল স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয়। আসুন জেনে নিই জাম্বুরার কিছু দারুণ উপকারিতা—

১. ভিটামিন সি-এর ভান্ডার

জাম্বুরা ভিটামিন সি-তে সমৃদ্ধ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত সারাতে সাহায্য করে এবং ত্বককে রাখে উজ্জ্বল।

২. হৃদযন্ত্রের জন্য ভালো

এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

৩. হজমে সহায়ক

জাম্বুরায় ফাইবার প্রচুর থাকে, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া অ্যাসিডিটি কমাতেও এটি কার্যকর।

৪. ওজন কমাতে সাহায্য করে

কম ক্যালোরিযুক্ত এই ফল সহজে পেট ভরায়, ফলে ওজন কমাতে চাইলে এটি হতে পারে দারুণ সঙ্গী।

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী

জাম্বুরার গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই এটি রক্তে শর্করা হঠাৎ বাড়িয়ে দেয় না, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৬. ত্বক ও চুলের যত্নে কার্যকর

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায় এবং চুলকে রাখে মজবুত ও স্বাস্থ্যকর।

তবে খেয়াল রাখবেন—অতিরিক্ত জাম্বুরা খেলে পেটে গ্যাস হতে পারে। আবার কিছু ওষুধের সঙ্গে একসাথে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই নিয়মিত ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফল রাখলে প্রাকৃতিকভাবে সুস্থ থাকা যায়। তাই শরীর ভালো রাখতে আজ থেকেই শুরু করুন জাম্বুরা খাওয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...