Logo Logo

ভর্তি বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ


Splash Image

আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।


বিজ্ঞাপন


বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আমজাদ হোসেন, সৌরভ হোসেন, নিজাম উদ্দিন এবং দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসেনাইন ও সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত নোয়াখালী উচ্চ বিদ্যালয় এলাকার গরিব ও দিনমজুর পরিবারের সন্তানদের শিক্ষার একমাত্র ভরসা। কিন্তু প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ নীতিমালা বহির্ভূতভাবে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করছেন, সহকারী নারী শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করছেন, রশিদ ছাড়াই চাঁদা আদায় করছেন এবং স্কুলকে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছেন। এছাড়া এতিম ও গরিব শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ করছেন বলে অভিযোগ উঠে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও শিক্ষার্থী ও অভিভাবকরা কোনো প্রতিকার পাননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ সংক্ষেপে বলেন, “আমি বর্তমানে একটি মিটিংয়ে আছি, পরে এ বিষয়ে কথা বলব।”

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। তাদের লিখিতভাবে অভিযোগ জমা দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...