বিজ্ঞাপন
নিহতরা হলেন— স্বপন মোল্লা (৩২) এবং তার স্ত্রী আকলিমা (২৭)। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে—সাদিয়া (৫) ও আফসানা (২)। সন্তান দু’জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত স্বপন পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ওজু করতে বের হওয়ার সময় সাদিয়া দৌড়ে এসে জানায়—‘আম্মি কথা বলছে না, আব্বাকেও পাচ্ছি না’। ঘরে গিয়ে তিনি আকলিমার রক্তাক্ত লাশ ও আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় স্বপনকে ঝুলতে দেখেন।
নিহতের বড় ভাই কবির মোল্লা বলেন, “আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। তবে সংসার চালানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।”
অন্যদিকে আকলিমার বাবা আব্বাস মৃধা ধারণা করছেন, পারিবারিক কলহ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হতে পারে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে এবং দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...