বিজ্ঞাপন
শেরপুরের নালিতাবাড়ীতে ক্রিকেট খেলার আড়ালে শাহীন স্কুল নন্নীবাজার শাখায় অবৈধ র্যাফেল ড্র পরিচালনার অভিযোগ উঠেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহীন স্কুল নন্নীবাজার শাখায় সরকারি অনুমোদন ছাড়াই লটারীর আয়োজন করেন প্রতিষ্ঠানটির পরিচালক শাহ আলম ও আনোয়ার হোসেন।
জানা গেছে, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ১০ ও ২০ টাকা দরে প্রায় ১২শ’ টিকিট বিক্রি করা হয়। কিন্তু এর বিপরীতে মাত্র ২০টি কমদামী পুরস্কার প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বিপুল অর্থ হাতিয়ে নেয়। এছাড়া শিক্ষার্থীদের টি-শার্ট ও খাবার দেওয়ার নামে আরও ৪০০ টাকা করে উত্তোলন করেছেন পরিচালকরা।
এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নামে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বিষয়ে শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালক শাহ আলম সাংবাদিকদের বলেন, “ক্রিকেট খেলা উপলক্ষে র্যাফেল ড্র আয়োজনের বিষয়টি আমরা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এদিকে, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, “শাহীন স্কুল নন্নীবাজার শাখায় র্যাফেল ড্র আয়োজনের বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন অনৈতিক। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...