বিজ্ঞাপন
মাদ্রাসার মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।
মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তৃতা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, এবং শিক্ষার্থী মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ।
বক্তারা বলেন, মুহাদ্দিস আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক, খতীব ও বক্তা ছিলেন। তার মতো একজন মান্যগুণসম্পন্ন মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, যা সম্পূর্ণ অমানবিক ও বর্বরোচিত। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের হত্যাকান্ডের জবাব দিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষকদের, সুশীল সমাজের বা শিক্ষার্থীদের ওপর আক্রমণ রুখে দেওয়া সম্ভব হবে।
প্রতিবেদক- রিয়াজ উদ্দিন, ভোলা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...