Logo Logo

রাজবাড়ী'র নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় ৭জন গ্রেফতার


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- দেওয়ান পাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৮), উজানচর ইউনিয়নের ১নং দিরাস্তুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাসুদ মৃধা, বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃধার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, দেওয়ান পাড়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩৩), গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজি আরিফের ছেলে কাজী অপু (২৫), দিরাজতূল্লাহ মৃধাডাঙ্গী গ্রামের মৃত মকলেছুর রহমান মৃধার ছেলে মোঃ হায়াত আলী মৃধা (২৯) ও নতুন পাড়ার (মাল্লাপট্টি) মোঃ শওকত সরদারের ছেলে মোঃ জীবন সরদার (২২)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, “নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর গতকাল রাতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল।”

তিনি আরও জানান, কাজী অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশের গাড়ি ভাঙচুর, লাশ উত্তোলন এবং মাজার ভাঙচুরের দায় স্বীকার করেছে।

এর আগে, গত শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্য অভিযুক্তদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।”

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...