Logo Logo

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিনটি রাস্তায়


Splash Image

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর নোয়াখালী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন আয়ুবপুর ও সাহাপুর গ্রামের তিনটি কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এসব রাস্তায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।


বিজ্ঞাপন


সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়ুবপুর ও সাহাপুরের মূল রাস্তা এবং দুটি শাখা কাঁচা রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবক আকবর হোসেন জাবেদ, বিএনপি নেতা মো. সাহাব উদ্দিন, পাথরঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, পৌরসভা প্রতিষ্ঠার একশ ঊনচল্লিশ বছর অতিক্রম হলেও আয়ুবপুর ও সাহাপুরের কাঁচা রাস্তাগুলোতে কোনো উন্নয়ন হয়নি। গত অর্ধশতাব্দী ধরে স্থানীয়রা এসব রাস্তা ব্যবহার করছেন। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদায় চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া ও রোগীদের হাসপাতালে নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়।

ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “প্রথম শ্রেণীর পৌরসভার বাসিন্দা হয়েও আমাদের কাঁচা রাস্তায় কাদা-পানির মধ্যে চলাচল করতে হয়—এটা লজ্জাজনক। শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। ভারী যানবাহন প্রবেশ করতে না পারায় মানুষের জীবনমান এখনো অবহেলিত।” তিনি দ্রুত রাস্তাগুলো নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ চান।

স্থানীয় সমাজসেবক আকবর হোসেন জাবেদ বলেন, “প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমে, বাস্তবে কাজ নেই। জনগণের করের টাকায় উন্নয়ন হলেও আমরা বঞ্চিত। বিগত বছরগুলোতে মৌলিক অধিকার হিসেবে এই রাস্তাগুলো নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখনই উদ্যোগ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”

মানববন্ধন ও বিক্ষোভে শত শত নারী-পুরুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আয়ুবপুর ও সাহাপুরের তিনটি রাস্তা নির্মাণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...