Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকীর মতবিনিময় সভা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী সোমবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেন।


বিজ্ঞাপন


সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নুরে আলম সিদ্দিকী বলেন, “আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল পর্যন্ত শহরের যোগাযোগ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ করব। ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর, নদীবন্দর, শিল্পকারখানা, কৃষি উৎপাদন এবং রেলওয়ে স্টেশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

তিনি আরও বলেন, “উপজেলার বিভিন্ন আন্তঃউপজেলা সড়ক নির্মাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, তিতাস নদী ও খালগুলো খনন করে নৌ-যোগাযোগ সহজীকরণসহ আধুনিক কৃষি ব্যবস্থায় ফলমূল ও সবজি উৎপাদনের জন্য কৃষকদের সহায়তা দেওয়া হবে।”

নুরে আলম সিদ্দিকী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “হয় পদ, না হয় এমপি” নীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি জাতীয়তাবাদি দলের একজন কর্মী। ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বশক্তি নিয়োগ করব এবং দল যাকে প্রার্থী মনোনয়ন দেবে, তার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...