Logo Logo

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ তরুণ নিহত


Splash Image

নড়াইল সদর উপজেলার পৌর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জসিম মোল্যা (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত জসিম সদর উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক পথচারী নারী।


বিজ্ঞাপন


রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল পৌর এলাকার ডুমুরতলা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জসিমের চাচাতো ভাই মনিরুজ্জামান চঞ্চল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা গেছে, রবিবার সকালে নিজ বাড়ি থেকে নড়াইল শহরে যান জসিম। বেলা সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে পৌর এলাকার ডুমুরতলায় পৌঁছালে এক পথচারী নারী হঠাৎ তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসেন। এ সময় মোটরসাইকেলটি ওই পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে জসিম ও পথচারী দুজনেই আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। জসিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পরামর্শ দেন। বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...